কীভাবে গুগল অ্যানালিটিক্স ইনস্টল করা
আজকের এসইও টিউটোরিয়ালে একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব।আর সেটা হলো ওয়েবসাইটে Google Analytic ইন্সটল করা নিয়ে।
আগের এসইও টিউটোরিয়াল গুলো যদি না পড়ে থাকেন তো নিচের লিংক থেকে পড়ে নিন।
Search Engine Optimization (SEO)
গুগল অ্যানালিটিক্স কী?
ওয়েবসাইটে Google Analytics ইন্সটল করার আগে জানতে হব যে গুগল অ্যানালিটিক্স কি?
একটা ওয়েবসাইট বানানোর পর তারপর যখন সেটাতে কন্টেন্ট দেওয়া হয় তখন ওয়েবসাইটর কিরকম ভিজিটর আসছে,ওয়েবসাইট কি রকম পারফর্ম করছে,ওয়েবসাইটের statistics দেখার প্রয়োজন পড়ে কারন একটা ওয়েবসাইট কি রকম পারফর্ম করছে সেটা জানা জরুরি।
একটা ওয়েবসাইটে প্রতিদিন কি রকম ভিজিটর আসছে তারপর ভিজিটর রা কি রকম আচরন করছে সেই ডেটা গুলো এনালাইসিস করার জন্য গুগলের একটা ফ্রি টুলস ব্যবহার করা হয়,আর এটাই হলো Google Analytic আর নতুন যে Google Analytic এসেছে সেটা ইনস্টল করা অনেকটা ঝামেলার
তাই আমরা আজকে আলোচনা করছি ওয়েবসাইটে কিভাবে Google Analytic ইনস্টল করা যায়।
কীভাবে গুগল অ্যানালিটিক্স ইনস্টল করে
প্রথমে Google.com এ গিয়ে সার্চ করবেন
Google Analytics লিখে,
এবার সার্চ রেজাল্টের সবার উপরে যেটা আছে ওখানে ক্লিক করুন।
এরকম একটা পেজ আসবে এখানে set up for free এটাতে ক্লিক করুন
এবার এখানে নাম চাচ্ছে তাই এখানে আপনার নাম দিবেন।
তারপর যেরকম আছে সেরকমই থাকে নিচে গিয় Next লিখাতে ক্লিক করুন।
এবার এখানে Property name চাইছে,এখানে আপনার ওয়েবসাইটের নাম দিতে হবে।
এবার নিজ নিজ দেশের টাইমজোন সিলেক্ট করে দিবেন।
এবার কারেন্সি সিলেক্ট করে নিন,আপনান দেশের কারেন্সি যেটা সেটা সিলেক্ট করে নিন।
এবার Next এ ক্লিক করে দিন।
এবার ক্যাটাগরি সিলেক্ট করে নিন।
তারপর এখান থেকে আপনার বিজনেস যেরকম সেরকম অনুযায়ী সিলেক্ট করে নিন।
যেরকম আমার টা Small businesses
এবার যে অপশন গুলো আমি সিলেক্ট করছি সেগুলো সিলেক্ট করে নিন।
এবার Create এ ক্লিক করবেন তাহলে এরকম একটা Agreement আসবে।
এখান থেকে আপনার দেশ সিলেক্ট করে নিন
এবার সব কিছু Accept করে নিন স্ক্রিনশটের মত।
এবার এরকম আসবে Save এ ক্লিক করুন।
এবার আপনি এরকম একটা ড্যাশবোর্ড দেখতে পাবেন।
এবার ডান দিকে দেখবেন যে WEB লিখা আছে ওটাতে ক্লিক করুন।
এবার এখানে আপনার ওয়েবসাইটের এড্রেস দিন।
তারপর এখানে নাম দিবেন।
এবার ক্লিক করলে এরকম আসবে।
এবার Global site tag option এ ক্লিক করলে এরকম একটা ট্রাকিং কোড আসবে ওটা আপনার ওয়েবসাইটের Theme এর ভিতরে <header> এর ভিতরে দিতে হবে।
এজন্য আপনার ওয়েবসাইটের Theme এর <header> এই ট্যাগের ভিতরে কোড টা রেখে দিতে হবে।
এবার এনালাইটিকস কাজ করছে কিনা সেজন্য এখানে যান।
দেখতে পারবেন যে আপনার সাইটে এখন কয়জন ভিজিটর আছে এবং তারা কোন দেশ থেকে।
আজকের এসইও টিউটোরিয়াল কেমন লাগল কমেন্ট করে জানান।
ধন্যবাদ।
Add comment