WordPress Theme Install করার নিয়ম
WordPress tutorial এর ৩য় পর্বে আপনাদের জানাই স্বাগতম।
গত দুই পর্বে আমরা শিখেছি যে ওয়ার্ডপ্রেস কি?
wordpress install করে কিভাবে।
আজকের tutorial এ আমরা শিখতে চলেছি wordpress সাইটে theme install এর কাজ টি।
তো চলুন শুরু করা যাক।
তার আগে একটি কথা, wordpress এর theme গুলো zip file এ হয়।
আমরা দুই ভাবে theme install শিখব
online থেকে theme install এবং
থিম আপলোড করে ইনস্টল।
প্রথমে আমরা শিখব online থেকে theme install
এজন্য আমাকে সর্ব প্রথমে website এর admin panel এ login করতে হবে।
যেটা গত পর্বে বলেছি।
এবার চিত্রের মত আমাদের Appearance
এ গিয়ে Themes এ যেতে হবে।
তারপর Add new এ যেতে হবে।
সেখানে গিয়ে সার্চ অপশনে যেকোনো থিমের নাম লিখে সার্চ করতে হবে।
যেমন আমি news লিখে সার্চ করেছি।
আপনারা আপনাদের মত লিখে সার্চ করতে পারেন।
এবার নিচের চিত্রে দেখুন newe সম্পর্কিত কিছু Theme চলে এসেছে,যেগুলো একদম ফ্রী।
এই থীম গুলোর মধ্যে থেকে আপনার পছন্দের theme টি বেছে নিন।
যেমন আমি special news নামে একটি theme পছন্দ করেছি,
আপনি যেটা পছন্দ করবেন সেটার উপর ক্লিক দিবেন।
যেমন আমি আমার পছন্দকৃত থিম special news এর উপর ক্লিক করলাম।
এবার নিচের ছবির মত পেজ আসবে।
দেখুন বাম দিকের কোনায় install লেখা আছে ওখানে ক্লিক করুন,
দেখবেন যে আপনার থিম install শুরু হয়ে গেছে,
কিছুক্ষণ wait করুন, তারপর দেখবেন যে install হয়ে গেছে।
install হবার পর দেখুন Active লেখা আছে,
ওখানে ক্লিক করুন।
active লেখায় ক্লিক করার মাধ্যমে থিমটি আপনার সাইটে active হয়ে যাবে।
যেহেতু থিম active হয়ে গেছে,
তো একবার সাইট টা ভিজিট করে দেখি কেমন
দেখুন আগে যে থিম টি ছিলো সেটা change হয়ে এখন নতুন যে থীম টা install করলাম সেটা show করছে।
Theme Upload করে install করার নিয়ম
Theme upload করে install করতে হলে আপনার কাছে একটি zip file এর wordpress theme থাকা লাগবে।
যেমন আমাদের কাছে আছে Sahifa theme টি।
Theme upload করে install করতে হলে আমাদের প্রথমে Appearance এ যেতে হবে তারপর Themes এ যেতে হবে,
ওখানে গিয়ে দেখুন Add new লিখা ওখানে ক্লিক করলে upload theme লেখা আছে ওখানে ক্লিক করে আপনার ফোন বা কম্পিউটারে রাখা একটি theme select করে নিন।
যেমন আমরা আমাদের Sahifa theme টি select করে নিয়েছি।
এবার install লেখায় ক্লিক করুন।
এখন কিছুক্ষণ wait করতে হবে আপনাকে theme টা আপলোড হওয়া পর্যন্ত।
Theme Upload হয়ে গেলে এরকম পেজ আসবে
সেখানে দেখুন নিচে লেখা আছে Active, ওকানে ক্লিক করুন।
এবার ওয়েবসাইট এ গিয়ে একবার দেখে আসুন,
গিয়ে দেখবেন যে আপনার theme টি আপলোড হয়ে গেছে।
যেমন আমাদের sahifa theme টা শো করছে আমাদের সাইট 2mktech.com এ।
আশা করি বুঝতে পেরেছেন যে কিভাবে wordpress website এ Theme install করতে হয়।
এভাবে আপনারাও এখন আপনাদের ওয়েব সাইটে theme upload করতে পারবেন।
ধন্যবাদ এতক্ষণ ধরে পোস্ট টি পড়ার জন্য।
আর যদি কোনো সমস্যা হয় theme upload করতে গিয়ে,তাহলে কমেন্ট করে জানান।
আল্লাহ হাফেজ।
Add comment