OFF Page Optimization
এসইও বাংলা টিউটোরিয়াল ৩য় পর্ব
এসইও বাংলা টিউটোরিয়ালের ৩য় পর্বে সবাই স্বাগতম।
এসইও বাংলা টিউটোরিয়ালের প্রথম পর্বে আলোচনা করা হয়েছে যে এসইও কী?
প্রথম পর্ব টি না পড়ে থাকলে
এই লিংকে গিয়ে পড়ে নিন।
এসইও কি? এসইও বাংলা টিউটোরিয়াল প্রথম পর্ব Seo Bangla Tutorial
২য় পর্বে আলোচনা করা হয়েছে এসইওর প্রকারভেদ এবং on page seo সম্পর্কে।
যারা on page seo সম্পর্কে পর্বটি পড়েন নি তারা
এই লিংকে গিয়ে পড়ে নিন।
নাহলে আপনি এই পর্বে কিছুই বুঝতে পারবেন না।
Onpage অপটিমাইজেশন ও এসইও এর প্রকারভেদ এসইও বাংলা টিউটোরিয়াল ২য় পর্ব
আজকের এসইও বাংলা টিউটোরিয়ালে আলোচনা করব Off page Optimization বা off page seo নিয়ে।
অফ পেজ এসইও (Off page Seo)
অফ পেজ seo বলতে বোঝায় ওয়েবসাইটেের বাইরে থেকে optimize করা।
প্রাকটিকালে বোঝার জন্য বলা যেতে পারে যে
আপনার একটি qualified ওয়েবসাইট আছে,
সেটা বিভিন্ন জায়গায় মার্কেটিং করে বেড়ানো কেই মূলত off page optimization বলা হয়।
OFF Page optimization এর নিয়ম ( Off page optimization guidelines)
Off page optimization এর একেবারে প্রধান যে কাজগুলো আছে সেগুলো হলো
1.Social bookmaring
2.forum posting
3.web 2.0
4.paid directory
5.Authority website
এগুলো সবই হয় social bookmarking এর মাধ্যমে।
এই Social bookmaring ই হলো অফপেজ (Off page optimization) অপটিমাইজেশনের প্রধান কাজ।
Social bookmaring কি?(What is Social bookmaring)
Social bookmaring হলো বিভিন্ন Social website এ গিয়ে আপনার ওয়েবসাইটের লিংক শেয়ার করা।
তবে কাজটি কিন্তু মোটেও সহজ নয়।
আপনি হয়তো ভাবছেন বিভিন্ন social website যেমন Facebook,Twitter,linkdin,
এ গিয়ে আপনার ওয়েবসাইটের লিংক শেয়ার করবেন তাহলেই হবে।
কিন্তু আপনি হয়তো জানেন না এ কাজটি করলে আপনি সব থেকে বড় বাঁশ খাবেন।কারন আপনার লিংক ওরা ব্লক করে দিবে।তখন মুড়ি খায়েন।
কবে আপনার ওয়েবসাইটের লিংক শেয়ার করা যাবে সেটা খুব কৌশলে।
চলুন আগে জেনে নিই এই লিংক শেয়ার করে কি হবে।
ধরা যাক facebook.com এ একটা গ্রুপ আছে যেটা অনলাইন ইনকাম নিয়ে।
এবার আপনি আপনার ওয়েবসাইটের যে কন্টেন্ট টি অনলাইন ইনকাম সম্পর্কে লেখা সেটা শেয়ার করলেন।যার ফলে আপনি ওই ফেসবুক গ্রুপ থেকে অনেক ট্রাফিক পেলেন
আর এটাই হলো off page optimization এর সুবিধা
আপনার এই এত ট্রাফিক/ভিজিটর আসার কারনে আপনার on page optimization এও কাজে লাগবে।
আপনার ওয়েবসাইটে এত ভিজিটর আসার কারনে গুগল আপনার ওয়েবসাইটের কন্টেন্ট গুলোকে qualified বলে মনে করবে এবং আপরার ওয়েব সাইটকে সার্চ রেজাল্টের টপে নিয়ে আসবে।
Social bookmaring এর কৌশলঃ
Social bookmaring এর জন্য আপনাকে একটু ধৈর্য ধরতে হবে।
কারন আপনি যখন বিভিন্ন social website যেমন Facebook,Twitter,linkdin,
এ গিয়ে আপনার ওয়েবসাইটের লিংক শেয়ার করবেন তখন আপনার ওয়েব সাইটের লিংক ব্লক করে দিবে।
এজন্য মার্কেটিং নীতি অনুসরন করতে হবে।
এজন্য প্রথমে আপনাকে google এ search করতে হবে
social bookmaring website 2020
এরপর যে রেজাল্ট গুলো আসবে সেগুলো থেকে
আপনি social bookmaring করা যায় এরকম সাইটের লিংক পাবেন।
কিছু social bookmaring website এর নাম হলো
www.reddit.com
www.linkdin.com
এবার আপনার প্রধান যে কাজ টা হবে সেটা হলো
আপনি যে social bookmaring সাইটের লিস্ট পেলেন সেগুলো তে account করুন।
এবার সেই ওয়েবসাইট গুলোতে প্রতিদিন পোস্ট করুন কিছু লিখে তবে লিংক বাদে।
আর আপনার ওয়েবসাইট যে সম্পর্কে সেরকম কোরো পেজ বা গ্রুপ খুজে বের করুন এবং সেখানে পোস্ট করতে থাকুন এবং বিভিন্ন পোস্টে কমেন্ট করুন।
৭ দিন এরকম করলেই হবে।
এবার আপনার ওয়েবসাইট যে সম্পর্কে সে সম্পর্কিত কিছু লিখে পোস্ট করুন ওইসব সোশ্যাল সাইটে।
কমেন্টে আপনার সাইটের লিংক দিন।
এভাবে কাজ করতে থাকুন।
তবে হ্যা এক লিংক একবারের বেশি শেয়ার করবেন না।আর একদিনে বেশি লিংক শেয়ার করবেন না। নাহলে আপনার সাইটের লিংক ব্লক+আপনার account suspended করে দিবে ওই সাইট থেকে।
এভাবে কাজ করতে থাকুন।
ধীরে ধীরে আপনার সাইটে ওইসকল সোশ্যাল সাইট থেকে ভিজিটর আসতে শুরু করবে।
আর ধীরে ধীরে আপনার সাইট rank এ আসবে।
আশা করি সবাই off page optimization এর ব্যাপার টা বুঝতে পেরেছেন।
যদি কোনো সমস্যা থাকে তো কমেন্ট করে জানান
Add comment