জনপ্রিয় কিছু ওয়ার্ডপ্রেস প্লাগিন ও এর ব্যবহার
আসসালামু আলাইকুম।
কেমন আছেস সবাই?
আশা করি ভালো আছেন।
গত টিউটোরিয়ালে আমরা ওয়ার্ডপ্রেস প্লাগিন সম্পর্কে আলোচনা করেছি আর আজকের টিউটোরিয়ালে আমরা আলোচনা করবো
জনপ্রিয় কিছু প্লাগিন ও এর ব্যবহার নিয়ে।
তো চলুন শুরু করা যাক।
জনপ্রিয় কিছু ওয়ার্ডপ্রেস প্লাগিন ও এর ব্যবহার
আমরা প্রথমেই কিছু Page Builder plugin নিয়ে কথা বলব।
1.Classic Editor
এই প্লাগিনটি প্রতিটা ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটের ব্যাসিক Editor প্লাগিন হিসেবে থাকে।
এই plugin দিয়ে একটা ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটে যত কন্টেন্ট আর পেজ আছে সেগুলো Edit করা হয়।
এই plungin টা ওয়ার্ডপ্রেস ইন্সটল করার সময় ইনস্টল করে নেওয়া হয় ওয়ার্ডপ্রেসের কিছু ব্যাসিক কাজ করার জন্য।
এই Plugin দিয়ে খুব সহজেই যেকোনো কন্টেন্ট Edit করা যায়।
এটা দিয়ে সহজে কাজ করা গেলেও সবধরনের কাজ করা যায়না।যেমন পেজ ডিজাইন।
এজন্য এর পরিবর্তে অন্য plugin যেমন
Elementor,
Beaver Builder,
Divi Builder,
Thrive Architect,
SiteOrigin Page Builder,
WPBakery Page Builder
Themify Builder
Brizy
Visual Composer
WP Page Builder ব্যবহার করা হয়।
আসলে যার কাছে যে Page builder plugin টা ভালো লাগে সে সেটাই ব্যবহার করে।
2.Elementor
ওয়ার্ডপ্রেসের জনপ্রিয় একটি Page builder Plugin হলো এই Elementor
এটা দিয়ে করা যায়না এমন কোনো কাজ নেই।
এই প্লাগিন দিয়ে সুন্দর সুন্দর পেজ ডিজাইন করা যায়।
এটা ২০১৬ সালে প্রথম চালু করা হয়।
wordpress.org তে এট্ আপলোড করা হয়েছিল।
তখন থেকেই এটার বৈশিষ্ট্যগুলো ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট ডেভেলপারদের ভালো লেগেছিলে।
এখন পর্যন্ত প্রায় 5,000,000 ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটে এই plugin টি ইনস্টল করা আছে।
যেটা এই plugin টা কে সেরা বানিয়ে ফেলেছে।
এই Plugin দিয়ে যেকোনো কন্টেন্ট খুব সুন্দর ভাবে সাজানো যায়।
এই প্লাগিন টা দিয়ে কোডিং করার ঝামেলা একটা ওয়েবসাইট খুব সুন্দরভাবে ডিজাইন করা যায়।
এটা দিয়ে সবরকমের ডিজাইন করা যায় বলে যারা ওয়ার্ডপ্রেসে কাজ করেন তাদের অধিকাংশই এই Elementor plugin টা ব্যবহার করেন।
যদিও এই Plugin টা দিয়ে একটা ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট খুব সুন্দর করে ডিজাইন করা যায়,
তারপরেও এটার ফ্রি version এ কিছু সীমাবদ্ধতা আছে।
আপনি এই Elementor plugin এর অনেক। Feature ব্যবহার করতে পারবেন না ফ্রি ভার্সনে।
তাই আপনাকে এই Elementor Plugin টি কিনে কাজ করাই ভালো হবে।
আপনি Elementor plugin টি ওদের অফিসিয়াল ওয়েবসাইট থেকে কিনে ব্যবহার করতে পারবেন।
3.Divi Builder
এটাও একটা জনপ্রিয় page builder plugin
এটাকে Divi theme এর একটা অংশ হিসেবে ব্যবহার করা হয়।
Divi theme এর জন্য এটা একটা গুরুত্বপূর্ণ theme
এই theme এর মাধ্যমে একটা ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট কে খুব সুন্দর করে ডিজাইন করা যায়।
যদি ওয়েবসাইটে Divi theme থাকে তো বলা যেতে পারে ওয়েবসাইটি খুব সুন্দর করে ডিজাইন করা কোনো ব্যাপারই নয়।
এসইও সম্পর্কিত প্লাগিন
1.All in one SEO
এই All in one SEO Plugin টা ব্যবহার করা হত এসইও করার জন্য।এটা ওয়ার্ডপ্রেসের প্রথম দিকে ব্যবহার করা হত।
সময়ের সাথে এসইও এর নিয়মগুলোও নতুন হতে থাকে।
তাই এটা এখন ব্যবহার করে তেমন সুবিধা পাওয়া যায় না।
তাই এখন ওয়ার্ডপ্রেস ব্যবহারকারিরা অন্য plugin যেমন Yoast SEO,Rank Math এগুলো।
2.Yoast SEO
এসইও করার জন্য বর্তমানে জনপ্রিয় Plugin এর মধ্যে একটা হলো এই Yoast SEO
এটা ব্যবহার করে ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটের এসইও খুব সহজেই করা যায়।
এই Plugin দিয়ে খুব সহজেই গুগলে বা অন্য কোন সার্চ ইন্জিনে ওয়েবসাইটকে Rank করানো যায়।
তবে সময়ের সাথে এসইও করার নিয়ম আপডেট হচ্ছে।
তাই এটাতে সবসময় সহজে এসইও করে Rank করা যায় না।
এখন সবাই এসইও করার জন্য Yoast SEO Plugin ব্যবহার করা বাদ দিচ্ছে এবং এটার পরিবর্তে Rank Math ব্যবহার করছে।
3. Rank Math
বর্তমান সময়ে এসইও করার জন্য সবথেকে জনপ্রিয় Plugin হলো Rank Math
এটা দিয়ে Yoast SEO plugin এর থেকে বেশি সহজে এসইও করা যায়।
এবং Google এ Rank করা যায়।
Yoast SEO Plugin এর প্রিমিয়াম ভার্সনে যে সুবিধা গুলো পাওয়া যায় তার থেকে বেশি সুবিধা পাওয়া যায় Rank Math plugin থেকে।
Rank Math এর এখনো প্রিমিয়াম ভার্সন আসিনি।
তবে ফ্রি ভার্সনে যে সুবিধা গুলো আছে সেগুলো দিয়েই খুব সহজেই একটা ওয়েবসাইট কে Rank করা সম্ভব।
Yoast SEO Plugin এর থেকে বেশি সুবিধা পাওয়া যায় Rank Math plugin এ।
তাই বর্তমানে সবাই Yoast SEO Plugin ব্যবহার করা বাদ দিয়ে Rank Math plugin ব্যবহার করছে।
আজকের টিউটোরিয়ালে আলোচনা করা হয়েছে জনপ্রিয় কিছু ওয়ার্ডপ্রেস প্লাগিন ও এর ব্যবহার সম্পর্কে।
আজকের টিউটোরিয়াল কেমন লাগল অবশ্যই কমেন্ট করে জানাবেন।
Add comment