Disavow লিংক কি?
আজকের এসইও টিউটোরিয়ালে আলোচনা করতে যাচ্ছি Disavow লিংক কি সেটা নিয়ে।
আগের এসইও টিউটোরিয়াল গুলো যদি না পড়ে থাকেন তো নিচের লিংক থেকে পড়ে নিন।
Search Engine Optimization (SEO)
আজকেন আলোচনার বিষয়গুলো
1.Disavow লিংক কি?
2.Disavow লিংক করার উপায়
Disavow লিংক কি?(What is disavow link)
একটা কন্টেন্ট র্যাংক করে মুলত কিওয়ার্ড আর ব্যাকলিংকের কারনে।
আগের টিউটোরিয়ালে ব্যাকলিংক নিয়ে আলোচনা করা হয়েছে।
কন্টেন্টের কিওয়ার্ড অপটিমাইজেশন করার জন্য কিন্তু ওয়েবসাইটে লগিন করা লাগবে।
কিন্তু ব্যাকলিংক দেয়ার জন্য কোনো লগিন করা বা ভেরিফিকেশন করা লাগেনা।
বিষয়টা এরকম যে আমি একটা ওয়েবসাইট যেমন problemskey.com কে লিংক দিলাম।
এজন্য কিন্তু আমাকে কিছুই করা লাগেনি শুধু লিংক টা আমার ওয়েবসাইটে দিয়েছি।
গুগল কিন্তু একটা ওয়েবসাইট বা কন্টেন্ট কে র্যাংকে নিয়ে আসার জন্য linking বিষয়টা খুব ভালো ভাবে দেখে।
গুগলের কাছে লিংকের ভ্যালু আছে,গুগল চেক করে যে কোন ওয়েবসাইট কোন কোন ওয়েবসাইট থেকে লিংক পেয়েছে।
আসল বিষয়টা হলো এরকম যে
একটা ওয়েবসাইট র্যাংকে প্রথমে আছে তাকে নিচে নামানোর জন্য বিভিন্ন খারাপ সাইট যেমন পর্ন,বেটিং,স্পামিং এরকম সাইটে ওই সাইটের লিংক দেয়া।
আসলে লিংক দিতে তো কোনো বাধা নেই তাইযে কেউ চাইলে যেকোনো জায়গায় লিংক দিতে পারে।
উদাহরণ স্বরুপ বলা যায়
what is seo এই কিওয়ার্ডের জন্য যে ওয়েবসাইট র্যাংকে প্রথমে আছে তাকে নিচে নামানোর জন্য তার কন্টেন্টের লিংক বিভিন্ন
খারাপ সাইট,পর্ন সাইট,বেটিং,স্পামিং সাইটে দিলে তখন গুগল লিংক চেক করার সময় দেখবে যে এই সাইট কেন এরকম খারাপ সাইট থেকে লিংক পাচ্ছে?
তার মানে এটা খারাপ সাইট তাই তাকে র্যাংক থেকে নামিয়ে দেবে।
এখানে কি হলো যে একজন র্যাংকে প্রথমে আছে তাকে নিচে নামানোর জন্য তার সাইটের লিংক বিভিন্ন খারাপ সাইটে দিয়ে তাকে ফাসিয়ে দিল গুগলের কাছে যাতে গুগল তাকে র্যাংক থেকে পেনাল্টি মারে।
আর এই জিনিসটা যাতে না হয় সেজন্য ওই ওয়েবসাইটের যারা মালিক তারা গুগল সার্চ কনসোল থেকে যখন দেখতে পায় যে তাদের সাইট এরকম খারাপ লিংক পাচ্ছে তখন তারা চেষ্টা করে যে,গুগল যেন তাদের কে এই জন্য পেনাল্টি না মারে সেজন্য ওই লিংকগুলোর একটা তালিকা গুগলকে দিয়ে বোঝানো হয় যে তাকে ফাসানো হচ্ছে,যাতে গুগল সেটা বুঝতে পেরে এবং তাকে পেনাল্টি না মারে।
আর এই বিষয়টা কে বলে Disavow লিংক।
তার মানে আমি যদি র্যাংকে টপে থাকি তাহলে যেকেউ আমাকে টপে থেকে নামানোর জন্য খারাপ লিংক দিবে,
আর এই সমস্ত খারাপ লিংক থেকে বাচার জন্য আমাকে গুগলের কাছে ওই সাইটের লিংক গুলো তালিকা করে পাঠাতে হবে।
তখন গুগল বুঝতে পারবে যে ওই লিংক গুলো আমাকে ফাসানোর জন্য দেয়া হয়েছে তখন গুগল আমাকে আর র্যাংক থেকে নিচে নামিয়ে দিবেনা।
আর এটাকেই বলে Disavow link
তার মানে বুঝতেই পারছেন যেকোনো সময় আপনার এসইও এর উপর এভাবে খারাপ লিংক দিয়ে র্যাংক থেকে নামিয়ে দিতে পারে।
যে কেউ চাইলেই এই কাজ টা করতে পারে তাই সাবধান থাকতে হবে সেজন্য সবসময় সার্চ কনসোলে খেয়াল রাখতে হব যে আপনা কোনো খারাপ লিংক আসছে কি না।
Disavow লিংক করার উপায়
লিংক Disavow করার জন্য আপনাকে গুগলে সার্চ করতে হবে disavow লিংক লিখে
এবার একটা গুগলের টুলস পাওয়া যাবে যেটা দিয়ে লিংক disavow করতে হবে।
ওখানে যে লিংক গুলো disavow করতে চান সেগুলোর একটা txt file তৈরি করে আপলোড করতে হবে।
আজকের টিউটোরিয়াল কেমন লাগল কমেন্ট করে জানাবেন।
এসইও সম্পর্কে টিউটোরিয়াল পড়তে চাইলে নিচের লিংকে যান
Add comment