লিংক অপটিমাইজেশন
আপনার হয়তো এই কথাটা শুনেই প্রথমেই বলবেন যে এই জিনিস টা আবার কি?
আসলে এসইও তে একটা গুরুত্বপুর্ন বিষয় হলে লিংক।
আর এই লিংকের সঠিক অপটিমাইজেশন কে বলা হয় লিংক অপটিমাইজেশন।
আজকের এসইও টিউটোরিয়ালে আমরা শিখব লিংক-অপটিমাইজেশন কি?
এটা কেন তরা প্রয়োজন এবং কিভাবে এটা করে।
তো চলুন।শুরু করা যাক আজকের এসইও টিউটোরিয়াল।
লিংক অপটিমাইজেশন কি
আপনার ওওয়েবসাইটের সকল কন্টেন্ট এবং পেজের আলাদা আলাদা লিংক আছে।
এই লিংকগুলো কে সঠিকভাবে অপটিমাইজেশন করাকেই মুলত লিংক অপটিমাইজেশন বলে
Link অপটিমাইজেশন প্রয়োজন কেন?
আসলে এসইও তে লিংক একটা গুরুত্বপূর্ণ ভুমিকা রাখে।
একটা ওয়েবসাইটের সকল লিংক কে অপটিমাইজেশন করতে হয়।
এটা আপানার জন্য অনেক কষ্ট সাধ্য হলেও আমরা একটা ট্রিকস ব্যবহার করব।
ওয়েবসাইটের লিংক গুলোকে অপটিমাইজেশন প্রয়োজন কারন যখন কেউ একটা Keyword লিখে Google.com এ সার্চ করে তখন google লিংক কেও ভ্যালু দেয়।
যার ফলে একটা ওয়েবসাইটের কন্টেন্ট এর লিংকে যদি ওই Keyword থাকে তো ওই কন্টেন্ট কেও গুগল সার্চ রেজাল্ট হিসেবে প্রদর্শন করাবে।
আর প্রতিটা এসইও প্লাগিনেই এই Link Optimization সম্পর্কে ব্যাপক গুরুত্ব দেয়।
আপনার ওয়েবসাইটের Link Optimization করার জন্য আপনাকে নিচের নিয়মটি মেনে চলতে হবে।
লিংক অপটিমাইজেশন এর নিয়ম
https://freelancerhridoy.com/your-keyword-phrase/
এই যে এখানে আমি আমার ওয়েবসাইটের নাম লিখেছি তার পর এই “/” চিহ্ন দিয়ে লিখেছি your-keyword-phrase/
আসলে এই লেখাটার মানে হলো লিংকটি অপটিমাইজেশনের ক্ষেত্রে প্রথমে আপনার ওয়েবসাইটের নামের পর “/” চিহ্ন দিয়ে keyword-phrase/ লিখতে হবে।
এর মানে হলো আপনার ওযেবসাইটের যে কন্টেন্ট এর লিংক টা অপটিমাইজেশন করতে চাইছেন সেটার। Keyword দিতে হবে ডোমেইনের পরে।
আর শুধু কিওয়ার্ড টা দিলেই হবে না।এর সাথে আপনার কন্টেন্ট এর Title এর কিছু লিখতে হবে।
আমি একটা এসইও সম্পর্কে কন্টেন্ট লিখেছি।
এখানে আমার কিওয়ার্ড হলো SEO তাই আমি যদি এর লিংক কে অপটিমাইজেশন করি তাহলে আমাকে লিখতে হবে
Https://freelancerhridoy.com/what-is-seo/
এখানে আমি আমার কিওয়ার্ড টা রেখেছি আমার লিংকের ভিতরে।
এখন আমি যে পোস্ট লিখছি এটাতেও একরকম ভাবে লিংক টি অপটিমাইজেশন করব।
আমার কিওয়ার্ড হলো “link optimization”
তো আমি এবার এটাকে এভাবে লিখব
https://freelancerhridoy.com/what-is-link-optimization/
এখানে আমি what is ব্যবহার করলাম কারন এই পোস্টের টাইটেল হলো লিংক-অপটিমাইজেশন কি।
তাই আমি keyword-phrase হিসেবে এরকম করেছি।
আমরা এখন পুরো ওয়েবসাইটের লিংক একসাথে কিভাবে অপটিমাইজেশন করে সেটা দেখব।
Permalink Optimization
আমরা প্রথমে ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটের Setting এ যাব।
তারপর সেখান থেকে Permalink এ যাব
তারপন সেখান থেকে permalink change করে দিব।
আমরা পার্মালিংক দিব post name এইটা।
এটা দিলে প্রতিটা পোস্টের টাইটেল লিংক হয়ে যাবে।
এটা করার ফলে সকল পেজের Link Optimized হয়ে যাবে।
তবে এটা করার পরেও আমাদের প্রতিটা পোস্টের link গুলো অপটিমাইজেশন করতে হবে এভাবে
https://yoursite.com/keyword-phrase/
বিশেষ সতর্কতা
আপনার কন্টেন্ট যদি বাংলা হয় তবে
লিংক টা কে অপটিমাইজেশনের ক্ষেত্রে আপনাকে বাংলা লিখার পরিবর্তে ইংরেজি লিখতে হবে।
যদি এরকম থাকে
https://freelancerhridoy.com/এসইও-টিউটোরিয়াল-পর্ব-৬/
তাহলে আপনাকে লিখতে হবে ইংরেজিতে
ঠিক এরকম ভাবে
https://freelancerhridoy.com/seo-tutorial-part-6/
এরকম ভাবে।
আপনি যদি ডোমেইনের পর বাংলা লিখেন তাহলে আপনার লিংক গুলো এরকম হয়ে যাবে।
এরকম %%%%% চিহ্ন আসবে।
কারন বাংলায় লিংক দিলে আপনার লিংক pinged হযে যাবে।
তো আজকের টিউটোরিয়াল কেমন লাগল কমেন্ট করে জানাবেন।
আর কারো যদি লিংক কে অপটিমাইজেশন করা নিয়ে কোনো প্রশ্ন থাকে তো কমেন্ট করুন।
আর এসইও সম্পর্কে যদি আপনি জানতে চান
তাহলে আমাদের সাইটে একটি ক্যাটাগরি আছে এসইও নিয়ে।
ওখানে এসইও সম্পর্কে আলোচনা করা হয়েছে
Add comment