এসইও কি? what is seo Seo Bangla Tutorial
আজকে আমরা আলোচনা করব এসইও/seo সম্পর্কে। আপনারা যারা ওয়েবসাইট বা ডিজিটাল মার্কেটিং নিয়ে কাজ করেন তারা হয়তো এই এসইও শব্দটি অনেকবারই শুনে থাকবেন।
হয়তো অনেকের মনে প্রশ্ন জাগে সব সময়ই যে এই এসইও টা আসলে কি।
আপনার কোনো চিন্তা নেই,কারন আপনি এখন যে আর্টিকেল টা পড়ছেন সেটা সম্পূর্ণ লেখা হয়েছে এসইও কি তার উপরে।
তো চলুন মূল আলোচনায় যাওয়া যাক।
এসইও কি? what is seo/Seo Bangla Tutorial
এসইও শব্দটির full meaning হলো সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। এবার হয়তো আপনি বুঝে গেছেন যে এসইও মূলত সার্চ ইঞ্জিনের সাথে অপটিমাইজেশন related কিছু একটা হলো এই এসইও।
যদি আরো সহজে এই এসইও কে বুঝতে চান তাহলে বলা যেতে পারে যে সার্চ ইঞ্জিনের সাথে কোনো ওয়েবসাইটের যে সম্পর্ক সেটাকে সাধারন ভাষায় এসইও বলা চলে।যদিও বিষয়টা এত সহজ না।তারপরেও প্র্যাকটিকালে দেখালে আপনি নিশ্চয়ই বুঝে যাবেন যে এই এসইও জিনিস টা আসলে কি।
ধরা যাক আমি একটা মোবাইল ফোন কিনবো সেজন্য অবশ্যই আমাকে মোবাইলের দাম সম্পর্কে জানতে হবে।
আর এটা জানার জন্য আমি দুটো উপায় ব্যবহার করতে পারি
এক,আমি কোনো মোবাইল shop এ গিয়ে মোবাইলের দাম সম্পর্কে জানতে পারি।আর আরেকটি হলেো আমার কম্পিউটার বা মোবাইলের মাধ্যমে www.Google.com
এ গিয়ে সার্চ করে আমি আমার কাঙ্ক্ষিত তথ্য পাবো।এজন্য আমাকে কি করতে হল,
www.Google.com এ গিয়ে
mobile price লিখে সার্চ দিলাম।
আর দেখলাম যে আমি যে কথাটি লিখেছি সেই কথা সম্পর্কিত অর্থাৎ mobile price সম্পর্কিত বেশকিছু বাংলাদেশি ওয়েবসাইটের রেজাল্ট গুগল আমাকে দেখিয়েছে যেখান থেকে আমি আমার প্রয়োজনিয় তথ্য জানতে পারবো।
একটা বিষয় কি ভেবে দেখেছেন এখানে আসলে কি হয়েছে?
এখানে প্রধান যে বিষয় টি হয়েছে তা হলো
আমি www.Google.com এ গিয়ে সার্চ করলাম আর Google আমাকে আমার সার্চের রেজাল্ট দেখালো।
এখানে Google হলো search engine,
Search Engine হলো online ভিত্তিক একটি application বা software যেখানে আমরা তথ্য সার্চ করলেই পেতে পারি।
তার মানে এখানে Google.com search engine এর ভুমিকা পালন করেছে এবং আমি যে তথ্য লিখে সার্চ করেছি সে সম্পর্কে রেজাল্ট প্রদর্শন করছে।
কিন্তু এখানে একটি বিষয় ভেবে দেখেছেন যে Google.com একটি আমেরিকান ওয়েবসাইট হওয়া সত্বেও বাংলাদেশি ওয়েবসাইট এর রেজাল্ট কিভাবে দেখাচ্ছে।
আবার দেখুন প্রথম যে রেজাল্ট টি দেখাচ্ছে সেটা হলো
এটা একটা বাংলাদেশি ওয়েবসাইট, mobiledokan.com
একটা বিষয় ভেবে দেখুন তো এই বাংলাদেশি ওয়েবসাইট টি কিভাবে একটি আমেরিকান সার্চ ইন্জিন এ চলে আসলো তাও আবার টপ রেজাল্টে।
আপনার কি মনে হয় এই ওয়েবসাইটের কতৃপক্ষ Google কে টাকা দিয়েছে তাদের ওয়েবসাইট সার্চ রেজাল্টে দেখানোর জন্য?
না,কখনোই না।আসলে যে অপটিমাইজেশনের কারনে এই ওয়েবসাইট গুলো Google এর সার্চ রেজাল্টে চলে এসেছে,বা সার্চ ইন্জিনের রেজাল্টে এসেছে সেই অপটিমাইজেশন গুলোকেই সংক্ষেপে বলা হয় সার্চ ইন্জিন অপটিমাইজেশন বা এসইও।
আবার যদি এক লাইনে বলতে চাই তাহলে ওয়েবসাইটের সাথে সার্চ ইন্জিনের যে অপটিমাইজেশন সেটাকেই সার্চ ইন্জিন অপটিমাইজেশন বলে।
আর এই সার্চ ইন্জিন অপটিমাইজেশন এর একমাত্র কাজই হলো আমার ওয়েবসাইটের কোনো টপিক নিয়ে কেউ গুগলে সার্চ করবে তখন যেন আমার ওয়েবসাইটের রেজাল্ট গুলো প্রদর্শিত হয়।
এটা হচ্ছে মূলত এসইও এর প্রধান কাজ।
আগামী পর্বে আমরা জানব যে এসইও এর প্রকারভেদ,এবং এসইও সম্পর্কে সম্পুর্ন একটি গাইডলাইন।
Add comment