WordPress কী?(What is wordpress)
WordPress Tutorial এর প্রথম পর্বে আজকে আমরা ওয়ার্ডপ্রেসের ব্যাসিক নিয়ে আলোচনা করবো।
WordPress হচ্ছে একটি content management software বা CMS এবং WordPress হলো ফ্রী এবং ওপেন সোর্স cms
CMS কী(What is cms?)
CMS এর full meaning হচ্ছে content management software।আর এটা হলো এমন একটা system যার মাধ্যমে একটি ওয়েবসাইটের সকল কন্টেন্ট manage করা যায়।
একটি ওয়েবসাইটে বিভিন্ন ধরনের কন্টেন্ট থাকে যেমন অডিও,ভিডিও,টেক্সট এই কন্টেন্ট গুলোকে manage করার জন্য বিভিন্ন ধরনের system develop করা হয়ে থাকে, এই ধরনের সিস্টেম কে CMS বলে।
Wordpress বাদেও অনেক cms আছে যেমন joomla,blogger etc.
তবে এদের মধ্যে WordPress সবথেকে জনপ্রিয় এবং powerful cms.
WordPress তৈরি করা হয়েছে PHP এবং MYSQL দিয়ে।প্রতিদিন গড়ে প্রায় ৫ লক্ষ ৪৭ হাজারের ও বেশি ওয়েবসাইট তৈরি হচ্ছে।
যার ভিতরে ১২% ই হচ্ছে wordpress দিয়ে (তথ্যসূত্র Wikipedia)
WordPress প্রথম দিকে একটি free blogging
platform ছিলো যা পরবর্তি তে একটি engine তৈরি করে এবং বিনা মূল্যে তা download করে যেকোনো ব্লগার ব্যবহার করতে পারবেন।
এই wordpress দিয়ে যে কেউ php,mysql,html জানা ছাড়াই প্রফেশনাল মানের ওয়েবসাইট তৈরি করতে পারেন।
ম্যাট মুলেনওয়েগ ২০০৩ সালে প্রাথমিক ভাবে publish করেন।
WordPress ব্যবহার করার জন্য বা wordpress install করার জন্য যা প্রয়োজনঃ
১.আমরা যেখানে wordpress ব্যবহার করব সেখানে language হিসেবে php install করা থাকবে।
যেমনঃপ্রায় সবধরনের hosting server এর cpanel এ php install করা থাকে।
২. Databse MYSQL,
wordpress ব্যবহার করার জন্য একটা ডাটাবেজ ব্যবহার করা হয়।সাধারণত সব জায়গায় mysql database ব্যবহার করা হয়।
database হলো এমন একটি সুবিন্যস্ত প্রক্রিয়া যেখানে আপনার ওয়েবসাইটের ডেটা গুলো পর্যায়ক্রমে সাজানো থাকবে।
৩. Webserver
Webserver হচ্ছে একটি ওয়েবসাইট যেখান ধেকে কন্ট্রোল করা হয়।
যেমন ধরুন,আপনি যদি কোনো হোস্টিং সার্ভার থেকে হোস্টিং কিনেন তাহলে সেই হোস্টিং ই হবে আপনার ওয়েবসাইটের Webserver
আর আমরা Webserver হিসেবে apache ব্যবহার করব।
আপনারা যখন কোনো হোস্টিং কোম্পানি থেকে হোস্টিং কিনবেন সেখানে
এই PHP এবং MYSQL install করা থাকবে।
আর এই ৩ টা বিষয় অবশ্যই লাগবে যদি আমরা ওয়ার্ডপ্রেস ব্যবহার করে কোনো ওয়েবসাইট তৈরি করতে চাই।
আগামী পর্বে আমরা শিখব যে কিভাবে wordpress install করতে হয় (How to install wordpress)
সে পর্যন্ত ভালো থাকুন।
আল্লাহ হাফেজ।
Add comment